উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ ::বর্ধমান :: প্রায় ২২ লক্ষ টাকা ব্যয় করে শুরু হতে চলেছে বর্ধমান শহরের টাউন হল ও কলকাতায় ভারত সংস্কৃতি উৎসব।শুক্র বার এক সাংবাদিক সম্মনেলে জানান সংগটনের সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার।তিনি বলেন এই উৎসব এবারে ১৪ বছরে পা দেবে।শনিবার বর্ণাঢ্য সভা যাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে হবে।
এই শোভাযাত্রা টাউন হল থেকে শহরের বি সি রোড হয়ে আবার টাউন হলে শেষ হবে। বিকালে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাম কৃষ্ণ মিশনের স্বামী অগ্গেয়ানন্দ মহারাজ, এ ছাড়াও উপস্থিত থাকবেন সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা মন্ত্রী স্বপ্ন দেবনাথ সহ আরো অনেকে।
তিনি আরো বলেন এবারে ১৬০ টি প্রতিযোগী যোগদান করবে। তার মধ্যে ৯২ টি প্রতি যোগী বর্ধমনানের।বাকি ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও বিদেশেরও শিল্পী রা থাকছে।এই অনুষ্ঠান টি ১৮ ডিসেম্বর থেকে ২১ শে ডিসেম্বর বর্ধমানের টাউন হলে হবে।২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে।কোভিড বিধি মেনেই এই অনুষ্ঠানটি করা হবে।এদিন সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন অরূপ দাস, প্রসেনজিৎ দাস,আরো অনেকে।