প্রয়াত রাজ্যের প্রাক্তন কারিগরী শিক্ষা, বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়।

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: প্রয়াত রাজ্যের প্রাক্তন কারিগরী শিক্ষা, বিজ্ঞান ও জৈবপ্রযুক্তি মন্ত্রী তথা বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রবিরঞ্জন চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনীত অসুস্থার কারণে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে আজ সন্ধ্যা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর বর্ধমানে এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে দলীয় স্তরে।

প্রসঙ্গত ২০১১ সাল থেকে বর্ধমান দক্ষিণের টানা দুবারের বিধায়ক ছিলেন তিনি। একই সঙ্গে সামলেছেন বর্ধমান উন্নয়ন সংস্থার দায়িত্বভার। তাঁর কার্যকালে শহর বর্ধমান ও তৎসংলগ্ন এলাকার প্রভূত উন্নয়নমূলক কাজ তিনি করে গেছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, প্রধান থেকে বিধায়ক ও পরবর্তীতে রাজ্যের মন্ত্রীপদ তিনি সম্মানের সঙ্গে সামলেছেন।
বর্ধমানের শিক্ষা, সংস্কৃতি থেকে রাজনীতি ও উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেই এদিন জানিয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 8 =