#WATCH | Latest visuals from the spot (between Coimbatore and Sulur) where a military chopper crashed in Tamil Nadu. CDS Gen Bipin Rawat, his staff and some family members were in the chopper.
— ANI (@ANI) December 8, 2021
(Video Source: Locals involved in search and rescue operation) pic.twitter.com/YkBVlzsk1J
আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: কুন্নুরের চপার দুর্ঘটনায় মৃত্যু হল সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের । মৃত্যু হয়েছে সেনা কপ্টারে সওয়ার আরও ১২ জনেরও। দেশের প্রথম সেনা সর্বাধিনায়কের মৃত্যুতের শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।
নীলগিরির দুর্ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় বিপিন রাওয়াতকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে তাঁর শরীরে ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে। ভরতি করা হয় ওয়েলিংটন সেনা হাসপাতালে। সেনা সর্বাধিনায়কের চিকিৎসার জন্য ৬ সদস্যের মেডিক্যাল টিমও তৈরি হয়। কিন্তু শেষরক্ষা হল না। প্রয়াত হলেন সস্ত্রীক বিপিন রাওয়াত।