পড়াশিয়া মোড়ে সিধু কানহুর আবক্ষ মুর্তির উন্মোচন করা হয়

সুব্রত বাউরী :: জামুড়িয়া :: সংবাদ প্রবাহ ::  পড়াশিয়া আদিবাসী নিউ সুসৌর গাওতার পক্ষ থেকে ১৬৮ তম সিধু কানহু হুল দিবস উপলক্ষে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি অন্তর্গত পড়াশিয়া মোড়ে সিধু কানহুর আবক্ষ মুর্তির উন্মোচন করা হয়।এই মুর্তি উন্মোচন করেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং।আদিবাসী নিউ সুসৌর গাওতার পক্ষ থেকে প্রথমে পতাকা উত্তোলন করে,আবক্ষ মুর্তির উন্মোচন করা হয়।তারপর পড়াশিয়া মোড় থেকে পুরো এলাকা একটি মিছিল করা হয়।হুল দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়।এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন নিউ সৌসর গাওতার সম্পাদক সূর্যকান্ত সরেন,সভাপতি ধর্মেন্দ্র টুডু,আদিবাসী যুবগোষ্ঠীর সদস্য বাবু উজ্জ্বল,রবি হাসদা,তৃনমুলের জামুড়িয়া ব্লক দুয়ের ব্লক সভাপতি সুকুমার ভট্টাচার্য,পড়াশিয়া অঞ্চল সভাপতি অনিল সিং,কেকেএসসির ব্রাঞ্চ সম্পাদক সতেন্দ্র সিং সহ আরো অনেকে।বিধায়ক হরেরাম সিং বলেন আজকের দিন খুবই স্মরণীয় কারন ১৮৫৫ সালে মাত্র দশহাজার সাঁওতালদের নিয়ে সিধু কানহুর নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিলো।সেটাই ছিলো প্রথম স্বাধীনতা আন্দোলনের সুত্রপাত।এরে সিধু ইংরেজদের গুলির শিকার হয় এবং কানহুকে ইংরেজরা ফাসি দিয়ে দেয়।তাদের দুই বোনকেও ইংরেজরা অত্যাচার করে মেরে ফেলে।সেদিন সিধু কানহু হেরে গেলেও সেখান থেকেই স্বাধীনতা আন্দোলন শুরু হয়। এছাড়াও জামুড়িয়ার খাস কেন্দা মন্দির ধাওড়া ও আরশোলা কুচিবেড়াতেও মহাধুমধামে হুল দিবস পালন করা হলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 6 =