বছরের প্রথম দিনেই গোটা দক্ষিণ জুড়ে চড়ুইভাতির আমেজ

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রাজ্যে শীতের আমেজ। তার মধ্যে বছরের প্রথম দিন । তাই শীতের আমেজকে গায়ে লাগিয়ে সবকিছু কাটছাঁট করে আট থেকে আশি মজেছে চরুইভাতির আমেজে । গত দু’বছর করোনা সংক্রমনের কারণে বন্ধ ছিল দক্ষিণ ২৪ পরগনার একাধিক পর্যটন কেন্দ্র গুলি। গত দু’বছর তেমনভাবে উৎসবের মেজাজে আনন্দ উপভোগ করতে পারেনি রাজ্যবাসী। কিন্তু রাজ্যের কিছুটা হলেও করোনা সংক্রমনের উপর লাগাম টানা গিয়েছে।

তাই সকাল থেকেই ডায়মন্ডহারবার , ফলতা , বকখালি , মৌসিনি দ্বীপ ,হেনরি আইল্যান্ড, কুলতলি , ঝাড়খালীতে সাধারণ মানুষের ঢল নেমেছে চোখে পড়ার মতন। আনন্দে মজতে দেখা গিয়েছে আমুদে বাঙালীকে কিন্তু করণা স্বাস্থ্য বিধি মেনে নয় ।

বড় বড় সাউন্ড বক্সের সাথে গানের তালে শরীর মেলাতে গিয়ে অধিকাংশ এর মুখে থেকে উধাও হয়েছে মাস্ক । যদিও জেলা প্রশাসন এর পক্ষ থেকে করণার তৃতীয় ঢেউকে রুখতে সব রকম প্রচেষ্টা চলছে । প্রচারের পাশাপাশি আগত মানুষজনকে করোনা বিধি মেনে চলতে স্বচেতন করা হচ্ছে ।

কিন্তু তাতে কি কাজ হবে আদৌ । তাই যেভাবে আবেগ প্রবন বাঙালি সব ভুলে আনন্দে মেতেছে তাতে ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখছে চিকিৎসক মহল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =