নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে মুকুটমণিপুর ও শুশুনিয়ার পর জায়গা করে নিয়েছে সোনামুখীর রণডিহা ড্যাম । এই ড্যামের এক প্রান্তে রয়েছে পূর্ব বর্ধমান জেলা এবং অপর প্রান্তে বাঁকুড়া জেলা । শীত পড়তেই এই ড্যামে পর্যটকরা প্রতিবছরই ভিড় জমান । তার ওপর বছরের প্রথম দিনে পর্যটকের ভিড়ে একেবারে জমজমাট এই রণডিহা ড্যাম ।
বাঁকুড়া জেলা এবং তার আশেপাশের জেলা থেকে পর্যটকরা এখানে প্রতি বছর পিকনিক করতে ভিড় জমান । তবে রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্য থেকেও পর্যটকেরা এখানে পিকনিক করতে আসেন । বছরের প্রথম দিনে ড্যামের যেদিকে চোখ যায় সেদিকেই শুধু পর্যটক পা ফেলার জায়গা নেই ।
তবে রণডিহা ড্যামে জল আটকে রাখার জন্য যে গেট রয়েছে সেই গেটের উপরে উঠে পড়ছে অনেক পর্যটক । ফলে কোন কারণে সেখান থেকে পড়ে গেলে প্রাণহানির মতো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে । অনেক পর্যটক বলছেন এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে আরও বেশি সচেতন হতে হবে যাতে করে এই গেটের উপর কোন পর্যটক উঠে যেতে না পারে ।