বন বিভাগের একটি বিশেষ দল গাইঘাটার পাঁচপোতা বাজারে হানা দিয়ে উদ্ধার করলো ৯৬ টি কচ্ছপ – গ্রেপ্তার চার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ;: গাইঘাটা :: গোপন সূত্রে খবর পেয়ে বন বিভাগের একটি বিশেষ দল উত্তর ২৪ পরগনার গাইঘাটার পাঁচপোতা বাজারে হানা দিয়ে উদ্ধার করলো ৯৬ টি কচ্ছপ । পাশাপাশি এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার ও করা হয় । ধৃতদের নাম উত্তম সরকার, আশুতোষ কুন্ডু, সুকুমার সরকার ও জয়ন্ত মালি ।

দীর্ঘদিন ধরে বন আধিকারিকদের কাছে খবর আসছিল ওই বাজার এলাকায় গোপনে কচ্ছপ বিক্রি হচ্ছে দেদার । সেইমতো শনিবার সকালে বাজারে হানা দেয় বনকর্তারা । হাতেনাতে দুজন বিক্রেতাসহ মোট চারজনকে গ্রেফতার করে । এদের মধ্যে দুজন কচ্ছপ কাটার কাজ করছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 20 =