বর্ধমানের পুর্বস্থলিতে ঘুমের মধ্যেই দেয়াল চাপা পড়ে গুরুতর আহত পাঁচ ।

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার সকালে মাগনপুর শিশুমঙ্গল ক্লাবের কাছে একই পরিবারের পাঁচজন একটি ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ একটি মাটির গাঁথনির ইটের দেয়াল হুড়মুড়িয়ে পড়ে যায়. পাঁচজনই চাপা পড়ে যায় মাটির দেয়ালের নীচে। যাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বাও ছিলেন। সাথে সাথেই তাদের উদ্ধার করে চাঁদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সকলকেই নবদ্বীপ প্রতাপনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনাস্থলে এসে পৌঁছায় পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায়। পরিবারের সাথে দেখা করে তিনি কথাও বলেন। কয়েক দিন টানা নিম্নচাপের জেরে বৃষ্টি, তারপরই রোদ ওঠার পর মাটির গাঁথনি আলগা হয়ে গিয়ে দেওয়াল ভেঙে পড়েছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পূর্বস্থলী একের বিডিও দেবব্রত বাবু ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 1 =