উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বর্ধমানের সাধনপুর সরকারি আবাসনে পরপর তিনটি বাড়িতে চুরি। দরজার তালা ভেঙে চুরি হয় তিনটি ব্লকে। বর্ধমান শহরে গত কয়েকমাসে চুরির ঘটনা ঘটছে বারেবারে। এবার খোদ সরকারি আবাসনে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শনিবার। জেলাশাসক বাংলোর পাশে সাধনপুর সরকারি আবাসনের এন ২, এস ২ এবং এফ ৫ ব্লকে চুরির ঘটনা ঘটে।

এফ ৫ ব্লকে চারতলায় চুরি হয়। বাকিগুলি নীচেরতলায় চুরির ঘটনা ঘটে। রাতে বাড়িতে কেউ না থাকার সুবাদে এই চুরির হয়। এফ ৫ ব্লকে বর্ধমান উন্নয়ন সংস্থার জুনিয়র এসিট্যন্ট টাউন প্ল্যানার সৌনক মিশ্রের বাড়িতে চুরি হয়। তিনি শুক্রবার ডিউটি করে বাড়ি যান। দরজার দুটি তালা ভেঙে ঘরে ঢুকে দুস্কৃতীরা ঘর তচনচ করে।

খবর পেয়ে সৌনকবাবু ফিরে এসে দেখেন আলমারি ভেঙে কিছু নগদ চুরি হয়েছে। অন্যদিকে, এস ২ ব্লকে কৌশিক সামন্তের বাড়িতেও চুরি হয়। দরজার হ্যাসবোল্ট ভেঙে ঘরে ঢোকে দুস্কৃতিরা। এখানেও আলমারি ভেঙে চুরি হয়। কৌশিকবাবু মঙ্গলকোট ব্লকের এসিট্যান্ট সাব রেজিস্ট্রার। তিনি শুক্রবার মেদিনীপুরে বাড়ি যান। রাতেই চুরি হয়। খবর পেয়ে শনিবার বাড়িতে আসেন তাঁর অফিস স্টাফ রামগোপাল পাল। ঠিক কি চুরি গেছে সেই বিষয় নিয়ে সঠিক কিছু জানা যায়নি। একইভাবে এন-২ ব্লকে চুরির ঘটনা ঘটে।