বর্ধমানে কোভিদ পরিস্থিতি আশংকা জনক – জেলা কি লকডাউনের পথেই কি হাঁটবে ?

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: করোনা সংক্রমণ ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় আক্রান্ত ৮৪৫ জন পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত অব্যাহত। গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৪৫ জন। বর্ধমান পৌর এলাকায় ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৯৮ জন। স্বাভাবিকভাবেই পরিস্থিতি খুবই উদ্বেগজনক।

সরকারি কোভিড বিধি বলবৎ করেও সংক্রমণে রাশ টানা যে যাচ্ছেনা সেটা বলার অপেক্ষা রাখে না। শেষ পর্যন্ত হয়তো লকডাউনের পথেই হাঁটবে প্রশাসন। এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসক মহল। গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় করোনা পজিটিভ ৮৪৫ জন।  এরমধ্যে বর্ধমান পৌর এলাকার রয়েছেন ২৯৮ জন। বাকিদের মধ্যে আউসগ্রাম ১ ব্লকে ১১ জন আউসগ্রাম ২ ব্লকে ৪১ জন।

ভাতার ব্লকে ২১ জন, বর্ধমান ১ ব্লকে ২৩ জন, বর্ধমান ২ ব্লকে ২২ জন, গলসি ১ ব্লকে ৬১ জন, গলসি ২ ব্লকে ২৩ জন, জামালপুর ব্লকে ২০ জন, কালনা ১ ব্লকে ৩১ জন, কালনা ব্লকে ১৪ জন, কাটোয়া ১ ব্লকে ২৭ জন, কাটোয়া ২ ব্লকে ৭ জন, কেতুগ্রাম ১  ব্লকে ১৩ জন, কেতুগ্রাম ২ ব্লকে ৪ জন,  খন্ডঘোষ ব্লকে ১৫ জন, মন্তেশ্বর ব্লকে ১৩ জন, মেমারি পৌর এলাকায় ১১ জন, মঙ্গলকোট ব্লকে ১০ জন, মেমারি ১ ব্লকে ২৫ জন, মেমারি ২ ব্লকে ২৫ জন।

পূর্বস্থলি ১ ব্লকে ১৩ জন, পূর্বস্থলি ১ ব্লকে ২০ জন  রায়না ১ ব্লকে ৯ জন, রায়না ২ ব্লকে ৫ জন,  কাটোয়া পৌর এলাকায় ১৬ জন, দাঁইহাট পৌর এলাকায় ৫ জন গুসকরা পৌর এলাকায় ৮ জন, কালনা পৌর এলাকায় ১৯ জন, কাটোয়া পৌর এলাকায় ৫ জন, এবং অন্য জেলা থেকে আসা ৩৫ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে।

সব মিলিয়ে করোনা অতিমারি পরিস্থিতি পূর্ব বর্ধমান জেলায় ক্রমশঃ খারাপ হচ্ছে। অনেকটাই বেড়েছে। জেলায় আজ পর্যন্ত কোভিড আক্রান্তের হার ২৩.৬৮ শতাংশ। সাধারণ মানুষের কাছে অনুরোধ সকলে স্বাস্থ্য বিধি মেনে চলুন। সাবধানে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − fourteen =