নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: নতুন বছরের খুশির আমেজে দামোদর নদীতে পিকনিক চলছিলো,কার্যতঃ পূর্ব বর্ধমান জেলাজুড়ে কয়েক হাজার মানুষ নিজ নিজ জায়গা মোতাবেক পিকনিক করছিলেন।
বর্ধমান থানা অন্তর্গত বেলকাশ অঞ্চলের ইদিলপুর ও ফকিরপুর এলাকার মানুষরাও দামোদর নদীর চরে পিকনিক চলাকালীন উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও তারপর মারামারি শুরু হয়। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছে নিয়ন্ত্রণ আনে এবং উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যায়।
শেখ নজরুল জানান,আজ সকালে শেখ পান্নালাল বাইকে করে নিজ জমির দিকে যাচ্ছিলেন,সেই সময় কিছু যুবক চড়াও হয় তার উপরে। তখন বিষয়টি জানতে গেলে আরো বেশকিছু যুবক তেড়ে এসে বোমাবাজি করে এবং চার রাউন্ড গুলি চালায়, সেই গুলি শেখ পান্নালালের ডান পায়ে ভেদ করে বাম পায়ে ঢুকে পড়ে।
এমত অবস্থায় তড়িঘড়ি শেখ পান্নালালকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শেখ নজরুল ও পান্নালালের স্ত্রী আয়েশা শেখ ওই ওই যুবকদের শাস্তির দাবি জানান।এই মুহূর্তে গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ ।