বর্ধমানে ফের প্রকাশ্যে এলো শাসক দলের গোষ্ঠী সংঘর্ষ

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: যুব তৃণমূল করার অপরাধে শাসক দলের মাদার তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে মার খেতে হলো যুব তৃণমূল নেতা সেখ রাজুকে। থানায় অভিযোগ দায়ের,খোকন গোষ্ঠী মাদার তৃণমূল কংগ্রেস কর্মী সেখ মনিরুল এর বিরুদ্ধে। বিধান সভা নির্বাচনের পর বিধায়ক খোকন গোষ্ঠী মাদার তৃণমূল কংগ্রেস কর্মী সেখ মনিরুল,দলবল নিয়ে চড়াও হয় যুব তৃণমূল নেতা সেখ রাজু ও তার সহ কর্মীদের উপর। মাদার তৃণমূল কংগ্রেস কর্মীদের মারের ভয়ে ঘরছাড়া হন সেখ রাজু।

প্রশান ও পৌর প্রশাসক এবং যুব তৃণমূল কংগ্রেসর পদস্থ কর্মীদের সহযোগিতায় শুক্রবার ঘরে ফেরেন রাজু। এর পরই দলবল নিয়ে ফের সেখ রাজুর উপর চড়াও হয় মনিরুল। যুব নেতাকে মারধরের পাশাপাশি তার মা, বৌ কে শ্লীলতাহানি করা হয়েছে বলে বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করেন সেখ রাজু।যদিও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে কথা অস্বীকার করে নিজেদের পারিবারিক বিবাদ বলে জানান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 15 =