বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল রাজ রুখতে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম লাগানো হচ্ছে

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল রাজ রুখতে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম লাগাতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।এই সাউন্ড সিস্টেম ২৪ ঘন্টা রোগী ও রোগীর পরিজনদের দালাল দের খপ্পরে না পড়ে, সেই বিষয়ে সতর্ক বার্তা প্রচার করা হবে। পাশাপাশি কোন বিভাগ কোথায় অবস্থিত, কোন দিকে যাবেন। তাও প্রচার করা হবে।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এই হাসপাতালে শুধু জেলা নয় বাইরের জেলা ও ভিন রাজ্য থেকেও রোগীরা আসে চিকিৎসা করাতে। চিকিৎসা করাতে এসে বেশ সমস্যায় পড়ে , তারা কোথায় যাবে, কিভাবে চিকিৎসা করাবে, বুঝতে পারে না।সেই সুযোগে রোগীর বন্ধু সেজে রোগীকে সঠিক চিকিৎসা করিয়ে দেবার কথা বলে রোগীর ও রোগীর পরিবারকে সর্বস্ব হারাতে হয়।

সে কারণেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে হাসপাতালের কর্তৃপক্ষের দাবি। হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন এর আগে থেকেই মাইকিং হয়, তবে এই বার অত্যাধুনিক মাইক লাগিয়ে এবার সাধারণ মানুষেকে সচেতন করা হবে, পাশাপাশি কোন বিভাগ কোনদিকে আছে, কি ভাবে সঠিক চিকিৎসা করবেন , এই ধরণের প্রচার ২৪ ঘন্টা করা হবে।এতে করে দালাল রাজ অনেকটাই ঠেকানো যাবে বলে আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =