বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রাধারানী ওয়ার্ড টিকে মাদার এন্ড চাইল্ড হাব করার সিদ্ধান্ত নেওয়া হলো

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রাধারানী ওয়ার্ড টিকে মাদার এন্ড চাইল্ড হাব করার সিদ্ধান্ত নেওয়া হলো বুধবার রোগী কল্যাণ সমিতি বৈঠকে। এই ওয়ার্ডটি তৈরি করতে প্রায় ২৫ কোটি টাকার মতো খরচ হবে বলে জানান সমিতির চেয়ারম্যান তথা মন্ত্রী স্বপন দেব নাথ।

তিনি আরো বলেন এই মাদার এন্ড চাইল্ড হাব একটি স্বপ্নের প্রজেকেট।এটি অনেক আগেই নার্স হোস্টেলের কাছে হবার কথা ছিলো, কিন্তু বিশ্ববিদ্যালয়ের জায়গা থাকায় সেখানে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না মেলায় করা হয় নি।তাই হাসপাতালের ক্যাম্পাসের মধ্যেই এই ওয়ার্ড টি করা হবে।এ ছাড়াও হাসপাতালে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে ।

মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, মুখ স্বাস্থ্য আধিকারিক প্রণব রায়, মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাক্তার প্রবীর সেন গুপ্ত, হাসপাতালের সুপার ডাক্তার তাপস ঘোষ,জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, উজ্জ্বল প্রামানিক, প্রাক্তন কাউন্সিলর সুশান্ত প্রামানিক, বর্ধমান থানার আই সি সুখময় চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 19 =