বাঁকুড়ার পদুমপুরে সমারোহে উদযাপিত হলো বাঘ রায় এর বাৎসরিক পূজা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদপ্রবাহ টিভি ডট কম :: ১৫ই,জানুয়ারি ::বাঁকুড়া ::

বাঘেশ্বররায় বা বাঘ রায় এর বাৎসরিক পূজা হলো পদুমপুরে । পূজা দিলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা ও মানুষের সঙ্গে মাটিতে বসে বাবার প্রাসাদ খেলেন । মানুষ মন্ত্রীকে কাছে পায়ে পাদুমপুর বাসী আনন্দে আপ্লুত। মন্ত্রী পূজার প্রাসাদ বাচ্চা ও মানুষের মধ্যে বিতরণ করেন।

মূলত পদুমপুরের রাজারা প্রায় ৪০০ বছর আগে এই দেবতার প্রতিষ্ঠা করেন। সেই থেকে আজ ও এই পূজা চলে আসছে। বিশ্বনাথ লোহার ও নিমাই লোহার বলেন, প্রায় ১৫০০ মানুষজন প্রতি বছর বসে প্রাসাদ গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =