বাঁকুড়ার বড়জোড়ায় মকর সংক্রান্তি উপলক্ষ্যে মেলা দামোদর নদীর তীরে।

নরেশ ভকত :: সংবাদ প্রবাহ :: ১৪ই,জানুয়ারি :: বাঁকুড়া :: নরেশ ভকত, বাঁকুড়াঃ আজ মকর সংক্রান্তি টুসু পরব উপলক্ষে জয়পুর সমুদ্র বাঁধের পাশে প্রতিবছরের মতো এবছর ও মকর স্নান করতে জয়পুর ঢোলসমুদ্র মানুষ ভিড় জমান এছাড়াও সমুদ্র বাঁধের পাশে মেলা বসে। বিল্লো নারানও ভৈরব মন্দিরে সকাল থেকেই পূজা-অর্চনা খিচুড়ি ভোগ প্রসাদ রূপে বিখ্যাত বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে এই মেলা দেখতে ও মায়ের পূজা ও প্রসাদ খাওয়ার জন্য ছুটে আসেন।

এবছর করোনা মহামারী এখনো পিছু ছাড়েনি তবুও বাঁকুড়ার জয়পুরের গরিব ওবিসি সম্প্রদায় সম্প্রদায় ও এসিএসটি সম্প্রদায়ের মানুষজন এর বেশি বসবাস তাই এই টুসু পরব এখানের সবচেয়ে বড় উৎসব হিসাবে পরিচিত। দীর্ঘ কয়েক শত বর্ষ ধরে এই মেলা হয়ে আসছে বলে জানান বিল্লো নারায়ন ও ভৈরব মন্দিরের পূজারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − three =