বারুইপুর পুলিশ জেলার ঝড়খালিতে আজ সকালে সমস্ত পুলিশ কর্মীরা পালন করলেন “মানবাধিকার দিবস”।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ঝড়খালি :: আজ মানবাধিকার দিবস উপলক্ষে ঝড়খালি কোস্টাল থানার উদ্যোগে প্রতিবন্ধীদেরকে কম্বল মশারি ও মাস্ক বিতরণ করা হয় । এই উদ্যোগে পুলিশের সাথে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংস্থা ” গুঞ্জ ” এর সদস্যবৃন্দ ।

এই উপলক্ষে পুলিশ স্থানীয় মানুষ এবং স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা একটি বর্নাঢ্য রেলির আয়োজন করে । এই রেলি সমস্ত এলাকা পরিদর্শন করে এবং স্থানীয়দের মানবাধিকার নিয়ে সচেতনতা সমন্ধে নানান তথ্য জানানো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − two =