বালি বোঝাই লরীর সাথে টোটোর সংঘর্ষ – মৃত্যু চার টোটো আরোহির

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বর্ধমান কালনা রোডে শক্তিগড় থানার বালিয়ারি এলাকার ঘটনা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বর্ধমানের দিক থেকে কালনার দিকে যাচ্ছিল বালি বোঝাই লরীটি।উল্টোদিকে হট গোবিন্দ পুরের দিক থেকে বর্ধমানের দিকে যাবার সময় লরীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় টোটোটির ।

ঘটনাস্থলেই মৃত্যু হয় চার টোটো আরোহির। ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়। এই ঘটনায় শক্তিগড় থানার পুলিশ বালির লরীটিকে আটক করেছে। ড্রাইভার ও খালাসী পলাতক।জানাগেছে মৃত চার আরোহিই বর্ধমানের কালনা গেটের বাসিন্দা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =