নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালি :: হাওড়ায় বালির ছোট দূর্গাপুরে বাড়ি তৈরির কাজ চলার সময় বোমা জাতীয় কিছু ফেটে আহত হন এক রাজমিস্ত্রি। রবিবার ঘরের দেওয়াল গাঁথতে গিয়ে হঠাৎই ঘটে ওই ঘটনা। দূর্গাপুর ১নং গ্রাম পঞ্চায়েতের হারকল মাঠে ওই ঘটনা ঘটে। দুপুর বারোটা নাগাদ স্থানীয় একজনের ঘর তৈরির কাজ চলছিল।
হেল্পার মাথায় করে বয়ে আনা ইট মাটিতে ফেলার সঙ্গে সঙ্গেই হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয়। ধোঁয়ায় ভরে যায় চতুর্দিক। ছুটে আসেন আশপাশের মানুষ। সাগর খাঁ নামের এক রাজমিস্ত্রি সামান্য আহত হন।
পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর অনুযায়ী হারকল মাঠের এই এলাকাটি বস্তি এলাকা। এই ঘটনার পিছনে পারস্পরিক শত্রুতা আছে কিনা খতিয়ে দেখছে নিশ্চিন্দা থানার পুলিশ।