বিদ্যুৎ পেয়ে মন্ডলপাড়া গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ভীষণ আনন্দিত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার ১৭ নং ওয়ার্ডের ভাতসালা মন্ডলপাড়া গ্রামের আদিবাসীদের বসবাস। শহরের প্রত্যেকটি গ্রামে ইলেক্ট্রিক ব্যবস্থা থাকলেও ডোমকল ভাতসালা মন্ডলপাড়া গ্রামে আদিবাসীদের বাড়িতে কয়েক দশক ধরে ইলেক্ট্রিকের ব্যবস্থা নেই। তারা কয়েক জায়গায় অভিযোগ জানানোর পরও বিদুৎসংযোগ করা হয়নি। ঐ গ্রামে কয়েকবার ফারুক মোহাম্মদ চৌধুরী মহাশয় গিয়েছেন আদিবাসীদের জন্ম দিবস উপলক্ষে, কচিকাঁচা বাচ্চাদের পুজোর উপহার নিয়ে।

আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরীর প্রচেষ্টায় ইলেকট্রিকের পোল বসানোর কাজ কিছুদিন আগে শেষ হয়েছিল। মঙ্গলবার সেখানে বিদ্যুৎ সংযোগ করা হলো। বিদ্যুৎ পেয়ে গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ভীষণ আনন্দিত হয়েছেন। আজ বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করলেন ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী, ইলেক্ট্রিক ডিভিশনাল অফিসার স্বপন কুমার মন্ডল, ডোমকল ইলেকট্রিক এস এস গোলাম মইনুদ্দিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 15 =