বিধানসভার অফিস ঘরে লক্ষী পেঁচার আগমন !

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: বিধানসভার অন্দর থেকে উদ্ধার হল একটি লক্ষী পেঁচা । অতি যত্নের সাথে তাকে উদ্ধার করে তুলে দেওয়া হলো বনকর্মীদের হাতে ।

মঙ্গলবার সকালে বিধানসভার অফিস ঘরে একে একে আসতে শুরু করেছে কর্মীরা । ঠিক সেই সময় অফিস ঘরে হটাৎ উড়ে এসে বসে একটি লক্ষী পেঁচা । এর পর রীতিমতো কৌতুহল ছড়িয়ে পড়ে বিধাসভা জুড়ে । এরপর তাকে ধরতে কেয়ারট্রেকার বিশেষ লোকজন পাঠায় ।

অতি যত্নে তাকে উদ্ধার করে একটি ঘরে রাখা হয় । এরপর কেয়ারট্রেকার খবর পাঠান বিধাসভার সচিবকে । বিষয়টি নিয়ে আলোচনার পর খবর দেওয়া হয় বনবিভাগের অধিকারীদের । খবর পাওয়ার পর বিধানসভায় পৌঁছায় বনকর্মীরা । এরপর তাদের হাতে পেঁচাটিকে তুলে দেওয়া হয় তাদের হাতে । প্রাথমিক চিকিৎসার পর আবার তাকে তার পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে বলে জানায় বনকর্মীরা ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 11 =