নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ;: বাঁকুড়া :: প্রাতঃভ্রমণে বেরিয়ে অস্বাভাবিকভাবে মৃত্যু হলো এক ভিলেজ পুলিশের। মৃতের নাম সমীর কিস্কু । ঘটনাটি ঘটেছে শনিবার বাঁকুড়ার বিষ্ণপুর থানা এলাকার বাঁকাদহ ফুটবল মাঠে। এদিনও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন সমীর কিস্কু । মাঠের মধ্যে অচৈতন্য অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে বাসিন্দারা ।
উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে ।