বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে এসে ধর্ষণ এক নামি মডেলকে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বিয়ের ডেট ঠিক হয়ে যাওয়ার পরেও শহরের উঠতি এক মডেলকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে এসে ধর্ষণ করার অভিযোগ উঠল হবু স্বামীর বিরুদ্ধে। একইদিনে তিন তিনবার ধর্ষণের অভিযোগ। ঘটনার জেরে বিয়ের আগেই অন্তস্বত্ত্বা হয়ে পড়লে ঘটনায় মারধর ও জোর করে ঘরে আটকে রাখা ও খুনের হুমকি।

ভয় দেখিয়ে জোর করে অ্যাবারসন করানোর অভিযোগ। অভিযুক্ত সোনারপুরের ঘাসিয়াড়ার বাসিন্দা অভিজিৎ সর্দার। পেশায় কলকাতার একটি নামী নাইট ক্লাবের বার ম্যানেজার। এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ হলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

নির্যাতিতার অভিযোগ সোশাল মিডিযার মাধ্যমে দেড় বছর আগে তাদের আলাপ হয়। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবার একসাথে বসে আগামী ২৯ নভেম্বর তাদের বিয়ের ডেটও ঠিক হয় । তার আগেই বাবা ও মায়ের সাথে বিয়ে নিয়ে কিছু জরুরি আলোচনার নাম করে ফাঁকা বাড়িতে ডেকে তাকে জোর করে ধর্ষন করা হয় বলে অভিযোগ।
বাইট – নির্যাতিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − three =