ব্যারাকপুর পৌর এলাকায় শুরু হলো দুয়ারে রেশন কর্মসূচী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যারাকপুর :: এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে ব্যারাকপুর পৌর এলাকায় শুরু হলো দুয়ারে রেশন কর্মসূচী। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে দুয়ারে রেশন একটি অন্যতম প্রকল্প , সকল মানুষের কাছে ঘরে ঘরে রেশন ব্যবস্থা পৌঁছে দিতে শুরু হয়েছে দুয়ারে রেশন আর এই প্রকল্পের কাজ শুরু হলো ব্যারাকপুর চন্দনপুকুর এলাকায়।

এদিন দুজন রেশন ডিলার ব্যারাকপুর এর ৫ নম্বর ও সাত নম্বর ওয়ার্ড এর বারাসাত রোড সংলগ্ন বেশ কিছু এলাকায় দুয়ারে রেশন পৌছে দেয় । সাধারণত এই প্রকল্পে মানুষ এবং ডিলাররাও খুশি। বিশেষ করে বয়স্ক মানুষ যারা তাদের পক্ষে রেশন আনতে ও দীর্ঘক্ষণ রেশন এ লাইনে দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয় । তাদের এই প্রক্লপে খুব সুবিধা হয়েছে বলেই মত গ্রাহকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + twelve =