বড়জোড়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে আশিটি বুনোহাতির একটি দল ।

নরেশ ভকত :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: গত কয়েক সপ্তাহ ধরে সোনামুখী পাত্রসায়ের বেলিয়াতোড় বড়জোড়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে আশিটি বুনোহাতির একটি দল । একদিকে যেমন আতঙ্কিত জঙ্গল লাগোয়া গ্রামবাসীরা অন্যদিকে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে কৃষকদের । বিঘার পর বিঘা ধান জমি পায়ে পিষে নষ্ট করছে হাতির দলটি । রীতিমতো হাতিগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বেগ পেতে হচ্ছে বনদপ্তরের আধিকারিকদের ।

ইতিমধ্যেই বনদপ্তরের আধিকারিকরা একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন হাতিগুলোকে দ্রুত অন্যত্র কিভাবে সরিয়ে নিয়ে যাওয়া যায় । সন্ধ্যা হলেই একরাশ আতঙ্ক গ্রাস করছে সাধারণ মানুষের মধ্যে । রীতিমতো গৃহবন্দি হয়ে থাকতে হচ্ছে তাদের । কেননা রাতের অন্ধকারে বাড়ির বাইরে বেরোলে যেকোনো মুহূর্তে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে । তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে বলে স্থানীয় বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 19 =