নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন হানা দেওয়ায় টিকার বুস্টার ডোজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার । আগামী ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি জানান, প্রথমে বুস্টার ডোজ দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের।
![](https://songbadprobahtv.com/wp-content/uploads/2021/12/BOOSTER-DOSE-300x171.jpg)
ওমিক্রনে নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে মোদি বলেন, ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবরে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্ক থাকুন, মাস্ক পরুন ও হাত ধোয়া অব্যাহত রাখুন।
২০২০ সালের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা শনাক্ত হয়। সেই থেকে এখন পর্যন্ত এ দেশে মোট তিন কোটি ৪৭ লাখ ৮১ হাজার ৩৮০ জন আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ৭৯ হাজার ৫২০ জন।