ভুটানে খরবন্দিতে ইলেকট্রিক এর কাজ করতে গিয়ে মৃত্যু হল কোচবিহারের এক ব‍্যাক্তির ।

নিজস্ব সংবাদদাতা :: আলিপুরদুয়ার :: সংবাদ প্রবাহ :: প্রতিবেশি দেশ ভুটানে খরবন্দিতে ইলেকট্রিক এর কাজ করতে গিয়ে মৃত্যু হল কোচবিহার জেলার পাতলাখাওয়া এলাকার এক ব‍্যাক্তির বৃহস্পতিবার ভুটান প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ জয়ঁগা পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হল । 

কোচবিহার পাতলাখাওয়া এলাকার বাসিন্দা আইনুল হক (৩৮) গত দেড়মাস পূর্বে ভুটানে গিয়েছিল ইলেকট্রিক কাজ করতে গতকাল বহুতল থেকে কাজ করতে গিয়ে পড়ে যায় এবং মৃত্যু হয় । বৃহস্পতিবার ভুটান প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ জয়গাঁও  ভুটান গেট হয়ে জয়গাঁওতে পরিবারের সদস‍্যের হাতে তুলে দেওয়া হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 10 =