ভোটের আগে মানিকচকে যোগদানের মেলা লাগিয়ে দিয়েছেন মানিকচক বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী গৌরচন্দ্র মন্ডল।

মধু কুমারী :: সংবাদপ্রবাহ টিভি :: ২৭শে মার্চ :: মালদা ::

মানুষ চায় আসল

পরিবর্তন

 

ভোটের আগে মানিকচকে যোগদানের মেলা লাগিয়ে দিয়েছেন মানিকচক বিধানসভার মনোনীত প্রার্থী গৌরচন্দ্র মন্ডল। আজ মানিকচক বিধানসভার ZP-25 চৌকি অঞ্চলের নাড়িদিয়ারায় zp-25 এর সভাপতি অবিরাম মন্ডলের উপস্থিতিতে প্রায় ৮০০জন স্থানীয় কর্মী দুর্নীতির বিরুদ্ধে গর্জে বিজেপি তে যোগদান করেছে।

এছাড়া দলীয় পার্টি অফিসের ফিতে কেটে শুভ উদ্বোধন করেন মানিকচক বিধানসভার মানবিক বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মন্ডল । প্রার্থী গৌরচন্দ্র মন্ডল উনি সংবাদ মাধ্যমে জানান বাংলার মানুষ চায় আসল পরিবর্তন । অন্যায়কে দমন করে সুশাসন গড়তে চায় বাংলার মানুষ। এই বিধানসভায় বিজেপি নবান্ন দখল করে বাংলা জন্য উন্নয়নশীল প্রকল্প গুলি চালু করবে যা জনতার কাজে আসবে। বিপদে আপদে জনকল্যাণ রুপে গৃহীত হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =