মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা একইরকম

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: রবিবার বিকেলে সুব্রত মুখোপাধ্যায় অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য ভরতি হয়েছিলেন এসএসকেএমে । রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। জানা যায়, হাইপার টেনশনের ফলেই শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা। তাঁর জন্য তৈরি হয় মেডিক্যাল বোর্ড। তাঁরাই মন্ত্রীকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে অনেকটাই সুস্থ রয়েছেন সুব্রতবাবু। জলখাবারে খেয়েছেন ওটস ও পেপে।

উল্লেখ্য, বছর ৭৫-এর সুব্রত মুখোপাধ্যায়ের বয়সজনিত কিছু শারীরিক সমস্যা রয়েছে বহুদিন ধরে। ফলে রুটিন চেকআপ করানো হয় তাঁর। সম্প্রতি হৃদযন্ত্রের সমস্যা বাড়ছিল। চিকিৎসকরা অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর পরামর্শ দেন। সেইমতো রবিবার বিকেলে তিনি ভরতি হন এসএসকেএম হাসপাতালে।

রাতের দিকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে আইসিইউ-তে নিয়ে চিকিৎসা শুরু করেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের সমস্যা রয়েছে। তাঁর মতো চিকিৎসা চলছে। দেওয়া হয়েছে বাইপ্যাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + eight =