সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মন্দির বাজার :: মন্দিরবাজার বিধানসভায় বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন। চারজন পঞ্চায়েত ও এক পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলে যোগ। এরই জেরে মন্দিরবাজার বিধানসভার গাববেরিয়া গ্রাম পঞ্চায়েত দখল নিলো তৃণমূল কংগ্রেস।
জেলা সভাপতির হাত দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো পঞ্চায়েত সমিতির বিরোধীদলনেতা সহ চারজন বিজেপি পঞ্চায়েত সদস্য। শনিবার দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার বিধানসভার গাববেবড়িয়া অঞ্চলে কর্মীসভায় পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সনাতন সর্দার সহ বিজেপির চারজন পঞ্চায়েত সদস্য সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি যোগরঞ্জন হালদারের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন তারা।
পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরবাজারের বিধায়ক সহ বিধানসভার নেতৃত্ববৃন্দ। কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই এই যোগদান সভা করা হয় বলে জানান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি যোগরঞ্জন হালদার।
উল্লেখ্য গাববেরিয়া গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ১৩ টির মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ৯টি পঞ্চায়েত আসন দখল করে বিজেপি তৃণমূল কংগ্রেসে পায় ৪ টি আসন, ৪ জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস।