Mumbai: Medics walk past a new swab testing cabin at Podar hospital in Worli during a nationwide lockdown in the wake of coronavirus pandemic, in Mumbai, Sunday, April 19, 2020. (PTI Photo/Kunal Patil)(PTI19-04-2020_000179B)

সংবাদ প্রবাহ নিউজ ডেস্ক :: ১৪ জানুয়ারি :: কলকাতা ::

মার্কিন ওষুধ কোম্পানি জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে) আশা করছে, মার্চের মধ্যেই তারা তাদের সিঙ্গেল ডোজের করোনা ভ্যাকসিন বাজারে আনতে সক্ষম হবে। টিকাটি কতখানি কার্যকর, এই মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকেই সে সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়ার প্রত্যাশা রয়েছে তাদের। কোম্পানির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ডাঃ পল স্টোফেলস মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছেন, এ বছরের মধ্যেই বিশ্বব্যাপী ১০০ কোটি ডোজ টিকা সরবরাহের লক্ষ্য রয়েছে তাদের। সেই লক্ষ্য বাস্তবায়নে তারা উৎপাদন বাড়িয়েছে। তবে মার্চ মাসে তারা কী পরিমাণ ডোজ বাজারে আনবে পারবে, তা বলার সময় হয়নি।

নিউইয়র্ক টাইমস বুধবার জানিয়েছিল, জে অ্যান্ড জে ভ্যাকসিন উৎপাদনে বিলম্বের মুখোমুখি হচ্ছে যা প্রাথমিকভাবে ডোজগুলির সংখ্যা হ্রাস করবে। তবে মঙ্গলবারের সাক্ষাৎকারে ডা. স্টোফেলস বলেন, “আমরা ২০২১ সালে ১ বিলিয়ন ডোজ উৎপাদনের লক্ষমাত্রা ঠিক করছি। যেহেতু এটা সিঙ্গেল ডোজের টিকা, তাই ১ বিলিয়ন ডোজ মানে ১০০ কোটি মানুষ এই টিকা নিতে পারবে। তবে সারা বছর ধরে ক্রমাগত উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হবে।”

সাধারণ মানুষের আশা এই সিঙ্গল ডোজ ভ্যাকসিন বাজারে এলে প্রথমত মানুষের হয়রানি কমবে আর দ্বিতীয়ত সম্ভবত এর ফলে খরচেরও কিছুটা সাশ্রয় হতে পারে ।