মালদহে খোট্টা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতির উদ্যোগে পুস্তক উদ্বোধন সাংস্কৃতিক অনুষ্ঠান

কুমার মাধব :: সংবাদ প্রবাহ : মালদহ :: খোট্টা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতির উদ্যোগে পুস্তক উদ্বোধন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার মালদা জেলার কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে। প্রদীপ উজ্জলন ও পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ কলেজের অধ্যাপক দীপক কুমার রায়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের অধ্যাপক দীপক কুমার লালা, এছাড়া উপস্থিত ছিলেন হরি মোহন মন্ডল সহ প্রাক্তন মানিকচক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক অমল পাঠক মহাশয়।

দর্শক আসনে খোট্টা জনজাতির মানুষ ছিল চোখে পড়ার মত। খারওয়ার জনজাতির কথা সংস্কৃতি সংরক্ষণ সমিতি বই এর লেখক সঞ্জয় কুমার মন্ডল জানান খারওয়ার জনজাতির কথা বইটি লিখতে প্রায় কয়েক বছর সময় লেগে যায়।

এই বইটি লিখতে মূলত সাহায্য করেছিলেন ডক্টর অমল চন্দ্র কর্মকার ও আমার ছোট ভাই দেবব্রত মন্ডল।।

খারওয়ার জনজাতির যে সমস্ত বইগুলো ছিল ছোট ছোট আকারে পাওয়া যেত। সেই বইগুলোকে একত্র করে একটি পূর্ণরূপে প্রকাশ করেন। বইয়ের লেখক খারওয়ার জনজাতির আচার-আচরণ পেশা বিভিন্ন এলাকায় গিয়ে তুলে নিয়ে এই বইটিতে লিপিবদ্ধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =