কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: প্রতিবন্ধকতার কারণে নেই বন্ধু,ঘরের এককোণে খেলছিল পিঁয়ারজান খান(২২)।অভাবের সংসারে খেলনা ছাড়াই খেলে পিয়ার। খেলার সময় হঠাৎই তার সামনে হাজির এক‍দল অচেনা মানুষ।অচেনা দেখেই মুখে হাসি ফোটে পিয়ারের।

তারা অচেনা হলেও,স্থানীয় জনপ্রতিনিধিদের মারফতে বাড়ির মালিক জানতে পারলো তারা প্রশাসনিক ও স্বাস্থ‍্য আধিকারিক।

সম্প্রতি,দুয়ারে শংসাপত্র প্রদানের প্রকল্প চালু হয়েছে মালদায়।শারীরিক প্রতিবন্ধকতার জেরে যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা ব্লক ভিত্তিক সনাক্তকরণ শিবিরে আসতে পারেন না, তাদের প্রতিবন্ধী শংসাপত্র প্রদানের ব্যবস্থা করল মালদা জেলা প্রশাসন।

জেলা শাসকের নির্দেশে সেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বাড়িতে পৌঁছে গেলো মেডিক‍্যাল বোর্ড।জেলা শাসকের নির্দেশে মালদহের চাঁচল-১ নং ব্লকের কলিগ্রাম অঞ্চলের বেশ কিছু গ্রামে বিডিও-র নেতৃত্বে পৌঁছে যায় মেডিক‍্যাল টিম।কলিগ্রাম শহরবাগ এলাকার এক প্রতিবন্ধী শিশুর বাড়িতে যায় মেডিক‍্যাল টিম।

সেখানে প্রথমে ফর্ম পূরণের পাশপাশি চিকিৎসক দিয়ে সনাক্তকরন তারপর হাতে সংশাপত্র তুলে দেন প্রশাসনের আধিকারিকেরা।শংসাপত্র ও মানবিকতার আবেদন পত্র দেওয়ার পাশপাশি ভিডিও কলের মধ্যে দিয়ে সেই প্রতিবন্ধী শিশুর পরিবারের সাথে কথা বলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া।