কুমার মাধব :: সংবাদ প্রবাহ ::মালদা :: মালদার গাজোলে শ্যাম সুখী বালিকা শিক্ষা নিকেতনে বিশ্ব মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবারে শুরু হলো ১৫ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীদের করোনা টিকা কর্মসূচি ।সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক পরে করোনা মুকাবেলায় সমস্ত বিধি-নিষেধ মেনে চলছে স্কুলের ছাত্রীদের টিকাকরণ কর্মসূচি ।