মালদায় দাঁড়িয়ে থাকা লরিতে লরির ধাক্কা – আহত এক

মাধব মন্ডল :: সংবাদ প্রবাহ :: মালদা :: ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। গাজোল থানার মশাল দিঘী এলাকায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে একটি ছুটে আসা লরি । গুরুতর জখম হন লরির চালক।লরির মধ্যে দীর্ঘক্ষন আটকে থাকলেন চালক। অবশেষে গ্যাস কাটার দিয়ে একাংশ কেটে চালককে লরি থেকে উদ্ধার করা হয় | চালক প্রাথমিক চিকিত্সার জন্য কে হাসপাতালে পাঠানো হয়েছে | ঘটনাস্থলে গজল থানার পুলিশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seven =