মালদায় ব্যাংক থেকে গায়েব ৮০ হাজার টাকা। টাকা ফেরতের দাবিতে ব্যাংক কর্মীদেরআটকে রেখে ঘণ্টা দুয়েক ধরে চলল বিক্ষোভ।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: বাবার শ্রাদ্ধের টাকা তুলতে গিয়ে চক্ষু ছানাবড়া। ব্যাংক থেকে গায়েব ৮০ হাজার টাকা। টাকা ফেরতের দাবিতে ব্যাংক কর্মীদেরআটকে রেখে ঘণ্টা দুয়েক ধরে চলল বিক্ষোভ। ব্যাংক ম্যানেজার ছুটে এসে পরিস্থিতি সামাল দিলেন। ঘটনাকে কেন্দ্র করে রাত পর্যন্ত ব্যাপক উত্তেজনা ছিল পুরাতন মালদার আটমাইল এলাকায়।

গতকাল বাবার শ্রাদ্ধের পাওনা টাকা মেটানোর জন্য ব্যাংক থেকে টাকা তুলতে আসেন পুরাতন মালদার আটমাইলের বাসিন্দা সুনীল মণ্ডল ও তাঁর স্ত্রী শকুন্তলা মণ্ডল। ২০ হাজার টাকা তোলার পর ব্যাংক কর্তৃপক্ষ জানায় তাঁদের অ্যাকাউন্টে আর টাকা নেই। ব্যাংকের স্টেটমেন্ট চাওয়া হলে ব্যাংক কর্তৃপক্ষ তা দিতে রাজি হয়নি বলেও অভিযোগ।

এরপরেই ক্ষিপ্ত হয়ে তাঁরা কর্মীদের আটকে রেখে ব্যাংকের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। সুনীলবাবুর মতো আরও কিছু প্রতারিত গ্রাহকরাও ছুটে আসেন ব্যাংকের সামনে। বিক্ষোভের কথা জানতে পেরে ছুটে আসেন ব্যাংকের সিনিয়র ম্যানেজার। অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন উপভোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =