মায়ের হাত্ফসকে দা পড়ল শিশুর মাথায় – আশংকা জনক অবস্থায় ভর্তি আগরতলা হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ত্রিপুরা :: কথায় বলে দুর্ঘটনা বলে আসে না। তার প্রমাণ খোয়াই ত্রিপুরা জেলার বাচাই বাড়ির নাবালক শিমুল দেববর্মা। খোয়াই বাচায়বাড়ি এলাকায় কলা গাছ কাটতে গিয়েই এত বড় বিপত্তি জানিয়েছেন স্থানীয় লোকজন।মায়ের সাথে কলাগাছ কাটতে গিয়েছিল শিমুল । মায়ের হাত ফসকে দা গিয়ে লাগে ১৩ বছরের শিমুলের মাথায় এবং গেঁথে যায় মাথার পিছন দিকে ।

নাবালক ছেলে শিমুলকে নিয়ে যাওয়া হয় খোয়াই হাসপাতালে। সেখানে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি’তে স্থানান্তরিত করা হয়।

বর্তমানে ১৩ বছরের নাবালক শিমুল দেববর্মার আগরতলা জিবিপি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা টিলা ভূমি এলাকায় স্থানীয় মানুষরা নাবলক শিমুল দেববর্মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে ভগবানের নিকট প্রার্থনা করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 4 =