মুর্শিদাবাদে ১২০০ বেকার যুবকের কর্মসংস্থান এর জন্য আগে ফর্ম জমা দিতে গিয়ে পুলিশের লাঠিচার্জ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মুর্শিদাবাদ :: মন্ত্রী হুমায়ূন কবির এর উদ্যোগে ও মুর্শিদাবাদ জেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় মুর্শিদাবাদ জেলার ১২০০ বেকার যুবকের কর্মসংস্থান এর ব্যাবস্থা করার কথা বলা হয় দিন কয়েক   আগে । আজ বহরমপুর স্টেডিয়াম মাঠে আজ ওই কর্মসংস্থান এর জন্য ফর্ম জমা নেওয়া হয়।

ফর্ম জমা দিতে মাঠে হাজির হয়ে মুর্শিদাবাদ জেলার প্রায় ৩ লক্ষ শিক্ষিত বেকার যুবক লাইন দেন। সকাল থেকেই লাইনে বিশৃঙ্খলা দেখা দেয় । ফর্ম আগে জমা দেওয়ার জন্য ধাক্কাধাক্কি শুরু হয় । পরিস্থিতি সামাল দিতে লাইনের মাঝে লাঠি চার্জ করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =