রহস্যজনক ভাবে ট্রেন লাইন থেকে যমুনা নদীতে পড়ে গেল এক যুবক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উত্তর ২৪ পরগনার: :: রবিবার রাতে দোকান থেকে সিগারেট কিনে নিয়ে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল এক যুবক ও এক কিশোরী । কিছুক্ষণ পরেই কিশোরী ছুটে এসে নীচের চায়ের দোকানে জানায় জলের মধ্যে পড়ে গেছে তার বন্ধু। অবিলম্বে তাকে খোঁজা দরকার। পুলিশ সূত্রের খবর, রেল লাইনের উপরে সিগারেট খাওয়ার সময় হঠাৎ করেই ট্রেন চলে আসায় নিজের প্রাণ বাঁচাতেই সংকীর্ণ ব্রিজ থেকে যমুনা নদীতে ঝাঁপ দেয় ছেলেটি ।

এরপরেই বাড়িতে খবর দেওয়া হয় গোবরডাঙ্গার অখিল পল্লীর বাসিন্দা বিশ্বজিৎ সরকারের বাড়িতে । তারপর থেকেই তার দেহ উদ্ধারে খোঁজ চলছে।এনডিআরএফ এবং দমকল বাহিনী মিলে খোঁজ চালাচ্ছে। পুলিশ এবং দমকল বাহিনী সারারাত ধরে নৌকা নিয়ে খোঁজ চালালেও উদ্ধার করা সম্ভব হয়নি নিখোঁজ যুবককে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 12 =