রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও করোনা সংক্রমনের হার লাগামছাড়া বেড়েই চলেছে।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: নতুন বছরের শুরুতে রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও করোনা সংক্রমনের হার লাগামছাড়া বেড়েই চলেছে। ইতিমধ্যে জেলার প্রশাসনিক কর্তা থেকে শুরু করে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মালদা জেলায় ৭ই জানুয়ারি পর্যন্ত প্রায় ২৫০ জন করোনা পজিটিভ।

তবুও শনিবার মালদা শহরের বাজারের ছবিটা অন্যরকম । রথবাড়ি মাছ মাংস সবজি বাজারে মাস্ক ছাড়াই দেখা গেল বহু ক্রেতা বিক্রেতাদের মধ্যে অসচেতনতা। প্রশাসনের সতর্কবার্তাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে বাজার হাট, এই ঘটনায় প্রশাসনের নেই কোনো হেলদোল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 2 =