রাতের অন্ধকারে সুন্দরবনের নদীতে নৌকাডুবি , মৃত্যুমুখ থেকে ফিরলো তেরোজন যাত্রী

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: নিম্নচাপ আর তার পর পূর্ণিমার কোটাল ফলে এখন উত্তাল সুন্দরবনের সকল নদী। আর সেই কারণেই রাতের অন্ধকারে মাঝ নদীতে নৌকা উল্টে ঘটলো বিপত্তি । প্রাণ বাঁচাতে যাত্রীরা ঝাঁপ দেয় নদীতে । ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির পিয়ালী নদীতে । মহিষমারি বাজার থেকে মেরিগঞ্জ এ রাতের অন্ধকারে খেয়া পারাপারের সময় নদীতে একটি যাত্রীবাহী নৌকা উল্টে যায় ।

নৌকাতে ১৩ জন যাত্রী ছিল। প্রত্যেকে নদীতে সাঁতরে তীরে আসতে সক্ষম হয় । স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের চেষ্টায় নিরাপদে তাদের উদ্ধার করা সম্ভব সকল যাত্রীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলতলী থানার পুলিশ । পুলিশের উদ্যোগে সকল যাত্রীকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় । কোনোক্রমে মৃত্যুর মুখ থেকে ফিরে আসায় খুশি ওই যাত্রীদের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =