লংকায় বিজেপি নেতা সত্য রঞ্জন বরাকে আক্রমণ – প্রতিবাদে লঙ্কা থানায় ধর্ণা বিক্ষোভে বিজেপি ।

সংবাদপ্রবাহ টিভি নিউজ ডেস্ক :: ১৬ই,জানুয়ারি ::অসম ::

লংকা শহরের পার্শ্ববর্তী পাঞ্চালির এক মসজিতের সম্মুখে আক্রান্ত হন বিজেপি-র হিন্দুত্ববাদী নেতা সত্য রঞ্জন বরা । তাঁর নিজের বাড়ির গৃহের অল্প দূরত্বে মসজিদের সামনে দিয়ে যাওয়ার পথে এই আক্রমন । এই সংক্রান্ত বিষয়ে লঙ্কা থানায় একটি মামলা দায়ের করা হয় । সেই সময় থানায় বিজেপির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ।

একান্ত সাক্ষাৎকারে সত্য বাবু বলেন যে , জেলার পুলিশ সুপারকে ফোনে অবগত করলে পুলিশ সুপার বিরূপ মন্তব্য করেন বলে সত্য রঞ্জন বরার অভিযোগ ।

তিনি আরো বলেন যে , আরেকদিন ওই সব এলাকায় আসলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সুপার জানান । সত্য রঞ্জন বরা লংকা হাসপাতালে মেডিকেল চেকআপ করে একটি মামলা দায়ের করেন । সত্য রঞ্জন বরা হোজাই জেলার পুলিশ সুপার লংকা থানায় না আসা পর্যন্ত লংকা থানায় অবস্হান ধর্মঘটে বসে আছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =