লকডাউন শিথিল হতেই বিবাহ এবং অন্যান্য অনুষ্ঠানে ভাড়া পাচ্ছেন কলাকুশলীরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: লকডাউন শিথিল হওয়ার পর একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরেছে  জীবন । বিগত প্রায় দু’বছর ধরে করোনা অতিমারি আতঙ্ক এবং লকডাউনের ফলে স্তব্ধ হয়ে গিয়েছিলো বিনোদনের দুনিয়া ।

শীতের শুরুতে বিভিন্ন মেলা চালু হওয়ার কারণে এবং বিবাহ অন্যান্য অনুষ্ঠানে আবারও ডাক পড়ছে গোপাল ভাঁড় চার্লি চ্যাপলিনদের । পালকির বেহারারও খুশি । এতদিন বাদে এবার আবারও রোজগারের ডাক পাচ্ছেন তারা । পরিবারের মুখে হাঁসি ফুটছে ধীরে ধীরে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =