লালগড়ের কুমিরপাতার জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপ কে ঘিরে বাঘের আতঙ্ক

দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: লালগড় :: আবারও অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে লালগড়ে দেখা দিল বাঘের আতঙ্ক। কুমিরপাতার জঙ্গলের মধ্যে আট দশটি অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্কিত স্থানীয়রা। মঙ্গলবার সকালে বন দফতরের লালগড় রেঞ্জের কুমিরপাতার জঙ্গলে বনসুরক্ষা কমিটির লোকজন পায়ের ছাপ গুলি দেখতে পায়।তারাই লালগড় রেঞ্জ অফিসে খবর দেয়।

এদিনের ঘটনায় ২০১৮ সালে মার্চ মাসে রয়ালবেঙ্গলের আতঙ্ক ফিরে এসেছে গোটা এলাকায়। মঙ্গলবার সকালে অজানা জন্তুর পায়ের ছাপের বিষয়টি জানাজানি হলে ওই এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ওই জঙ্গলে গিয়ে অজানা জন্তুর পায়ের ছাপ দেখে আসে।

খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে এসে অজানা জন্তুর পায়ের ছাপের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় পরীক্ষার জন্য ।তবে ওই অজানা জন্তুর পায়ের ছাপ বাঘের কিনা তা এখনও জানা যায়নি।

2018 সালে লালগড় জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার এর আগমন এখনো মানুষ ভুলে যায়নি। তাই মানুষের মনে ঘোরাফেরা করছে ফের কি লালগড়ের জঙ্গলে বাঘ এসেছে। তাই পরিস্থিতি খতিয়ে দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বনদপ্তর। তবে তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন।

বিশেষ করে জঙ্গল ঘেরা গ্রাম গুলির বাসিন্দারা বাঘ আতঙ্কে যথেষ্ট চিন্তায় পড়েছেন। যাদের জঙ্গলে না গেলে সংসার চলে না তারা কি এবার জঙ্গলে যেতে পারবে। তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন খেটে খাওয়া মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − thirteen =