শিশু দিবস কে সামনে রেখে, বর্ধমান 2 ব্লকের সোনাপালাসিতে স্বেচ্ছায় রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবি বার শিশু দিবস কে সামনে রেখে, বর্ধমান 2 ব্লকের সোনাপালাসি তে স্বেচ্ছায় রক্ত দান শিবির অনুষ্ঠিত করলো তৃণমূল কংগ্রেস । এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান 2 ব্লকের উন্নয়ন সমষ্টি আধিকারিক সুবর্ণ মজুমদার, ব্লক সভাপতি অরুণ গোলদার, কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোণার,ও জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, সহ আরো অনেকে। এদিন দলীয় পতাকা উত্তলন করে অনুষ্ঠানের সূচনা করে হয়।50 জনের মতো স্বেচ্ছায় রক্ত দান করেন।

কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোণার বলেন, এখন করোনা আবহাওয়া চলছে।রক্তে অভাব কমাতেই এই কর্ম সূচি।যাতে কোনো মানুষ রক্তের অভাবে তাঁর চিকিৎসা বন্ধ না হয়। এই দিন পুরুষ ও মহিলারা স্বেচ্ছায় রক্ত দান করেন।আজ 50 জন রক্ত দেন।সমস্ত রক্ত একটি স্বেচ্ছা সেবক সংস্থার হাতে তুলে দিলাম।আমাদের লক্ষ ছিল 100 জনের মধ্যে, কিন্তু করোনা চলার জন্যে, করোনার বিধি মেনেই 50 এর আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eight =