সুব্রত বাউরী :: জামুড়িয়া :: সংবাদ প্রবাহ :: শ্রী গোপাল কংক্রিট প্রাইভেট লিমিটেড এবং আসানসোল দুর্গাপুর রাউন্ড টেবিল ইন্ডিয়ার শাখার যৌথ উদ্যোগে গত তিনদিন থেকে স্কুলে স্কুলে ছোট ছোট বাচ্চাদের হরলিক্স বিতরণ করাকে কেন্দ্র করে আজ জামুড়িয়া শিল্প তালুকের জামুড়িয়া ২ নম্বর ব্লকের বিভিন্ন স্কুলের ছোট ছোট বাচ্চাদের হরলিক্স বিতরণ করা হয়। আসানসোল দুর্গাপুর রাউন্ড টেবিল ইন্ডিয়া শাখার চেয়ারম্যান আরিহান বোরার জানান, তারা গত ২৮ জুন থেকে স্কুলে স্কুলে ছোট ছোট বাচ্চাদের মোট ১২ হাজার হরলিক্স বিতরণ করেছেন।
তিনি আরো জানান, তারা এই সংস্থার প্রতিনিধি এবং এই এই সংস্থাটি দেশের সাতটি শহরে এবং আমাদের দেশে প্রায় ১২৫টি শহরের শহরের মধ্যে দুর্গাপুরে এটি রয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ শত্রুগণ সিনহার স্ত্রী পুনম সিনহা, সিদ্ধার্থ সারদা, উমাং দোকানিয়া ,উদিত দোকানিয়া ,করমজিত সিং ,স্নেহা সরদা , শ্রী গোপাল কংক্রিটের প্রাইভেট লিমিটেডের অভিষেক মহান্তি ।