সাঁকরাইলে সরকারি জমি নিয়ে বিবাদ। ঘটনা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই অঞ্চলের

দেবেন মাহাত :: সংবাদ প্রবাহ ::ঝাড়গ্রাম :: সাঁকরাইলে সরকারি জমি নিয়ে বিবাদ। ঘটনা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই অঞ্চলের। বনকাটি গ্রামের মানুষ সরকারি জমির উপর বাঁশের চালা করে। খুদমরাই গ্রামের গ্রামবাসীরা প্রতিবাদ জানায়। এনিয়ে সকাল থেকে দুই গ্রামের মধ্যে চলে তুমুল উত্তেজনা। দুপুর ঘনিয়ে আসতেই জমি দখলের আশ্বাসের পথ খুঁজতে রাস্তা অবরোধ করে খুদমরাই গ্রামবাসীরা।

হঠাৎ করেই চড়াও হয় বনকাটি গ্রামের মানুষজন পথ অবরোধে। শুরু হয় হাতাহাতি, শুরু হয় গ্রামের মধ্যে মারামারি। ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার বিশাল পুলিশবাহিনী ও সাঁকরাইল থানার ওসি। মারামারিতে জখম হয় খুদমরাই গ্রামের চারজন যুবক। এর মধ্য একজন কুড়ুলের আঘাতে আক্রান্ত হয়।

তৎক্ষণাৎ পুলিশ উদ্ধার করে ৪ যুবককে পুলিশ ভ্যানে করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ক্ষোভ উঠছে বি এল আর ও বিরুদ্ধে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 8 =