নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অশোকনগর :: ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার অন্তর্গত অগ্রদূত ক্লাব এলাকায় । স্থানীয় সূত্রে খবর প্রত্যেক দিনের মতো পুকুরে স্নান করতে আসতেন, নাম সঞ্জীব সাহা বয়স ৫০ ।বাড়ি অশোকনগর ভারতী মাঠ এলাকায়। নার্ভের রোগী ছিলেন তিনি , প্রত্যেকদিন অগ্রদূত ক্লাব এলাকায় একটি পুকুরে স্নান করতে আসেন এবং সাঁতারও জানতেন তিনি । সোমবারও স্নান করতে নামেন তিনি এবং তারপরেই ঘটে বিপত্তি ।