সাত সকালেই কুমিরের আতঙ্ক শ্রীরামপুরের গঙ্গায়

দানিস আলী :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: মরা কুমির ভেসে উঠলো গঙ্গায় l শ্রীরামপুরের কালিবাবুর ঘাটের ঘটনা l স্থানীয়রা দেখতে পেয়ে পুরসভাকে খবর দেয়, তাদের দাবী গঙ্গায় এতদিন স্নান করছি কখনো নজরে আসেনি । কিন্তু এই কুমির দেখে এবার আতঙ্ক লাগছে l এরপর স্নান করতে নামবো কিনা তানিয়ে যথেষ্ট চিন্তিত lপুর কর্তৃপক্ষ বনদপ্তররে খবর দেয়, পরে বনদপ্তর এর কর্মীরা এসে মৃত কুমিরটিকে ময়না তদন্তের জন্য নিয়ে নিয়ে গেছে l প্রসঙ্গত উল্লেখযোগ্য যে মাত্র কিছুদিন আগেই একটি জ্যান্ত কুমিরকে কালনা এবং কল্যানীর গঙ্গায় দেখা গিয়েছিল । এই মৃত কুমিরটি সেটিই কিনা তা নিয়ে সংশয় আছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =