সামসী রেললাইনের পাশ থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ;: মালদা :: আপ উত্তরবঙ্গ এক্সপ্রেসের চালক সামসী আরপিএফ পোস্টে ফোন করে জানান যে, ট্রেন এক ব্যক্তিকে ধাক্কা মেরেছে। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে যায়। রেললাইনের পাশে নয়ানজুলিতে দেহটি দেখতে পেয়ে খবর যায় রতুয়া থানার আইসির কাছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃতের পকেট থেকে বনগাঁও-ফিরোজাবাদের একটি ট্রেনের টিকিট এবং মাদকদ্রব্য মিলেছে।খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তদন্ত চলছে কিন্তু এখনও মৃতের পরিচয় জানা যায়নি ।দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 9 =